ঘর দেওয়ার কথা বলে টাকা নেওয়ায় আ. লীগ নেতার বিরুদ্ধে মামলা

পাবনার সাঁথিয়া উপজেলায় প্রধানমন্ত্রী উপহারের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সাঁথিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির বাদী হয়ে এ মামলা করেন।
মামলা অভিযোগে জানা যায়, সাঁথিয়া উপজেলার করমজা মল্লিকপাড়াতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে গৃহহীন মমতাজ বেগমের কাছে ৫৫ হাজার টাকা চাঁদা দাবি করেন করমজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু দাউদ নান্নু। ওই নারীর কাছ থেকে পাঁচ হাজার টাকা অগ্রিম নেন তিনি। সম্প্রতি ঘরের চাবি পাওয়ার পর বাকি ৫০ হাজার টাকা দেওয়ার জন্য নান্নু চাপ সৃষ্টি করেন মমতাজকে। এমনকি টাকা না দিলে ঘরের চাবি কেড়ে নেওয়ারও হুমকি দেন আবু দাউদ নান্নুর স্ত্রী মেরিনা আকতার।
এ বিষয়ে মমতাজ বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল আহমেদের কাছে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগ তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি করেন ইউএনও। কমিটি তাদের তদন্ত শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে রিপোর্ট জমা দেন।
আজ মঙ্গলবার বিকেলে তদন্ত রিপোর্টে অভিযোগের সত্যতা পেয়ে তাঁর স্বপক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির বাদী হয়ে করমজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু দাউদ নান্নু ও তাঁর স্ত্রী মেরিনা আকতারকে আসামি করে সাঁথিয়া থানায় মামলা করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।