পাবনায় বাড়ির আঙিনা খুঁড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১

পাবনার বেড়া উপজেলায় র্যাবের যৌথ অভিযানে ৭৪ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাজু আহমেদ বাবু (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল সোমবার (১৯ মে) রাত ৮টার দিকে উপজেলার আমিনপুর থানার চক আব্দুস শুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার রাজু আহমেদ বাবু উপজেলার আমিনপুর থানার কাজি শরীফপুর এলাকার বাসিন্দা।
র্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ফারহান-উজ-জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টার দিকে অভিযানে নামে র্যাব। রাজু আহমেদের বসতবাড়ির আঙিনায় মাটি খুঁড়ে ৭৪ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়।
কমান্ডার ফারহান-উজ-জামান আরও জানান, উদ্ধারকৃত মূর্তিটি উচ্চমূল্যবান এবং এটি প্রাচীন ঐতিহ্য বহন করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তার রাজুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জব্দকৃত মূর্তিসহ আমিনপুর থানায় হস্তান্তর করা হয়েছে।