ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন যুবক, বাড়িতে শোকের মাতম

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় পূর্ব-বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শুভ (২০) নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার গোমতী নদীর বেড়িবাঁধ পালপাড়া ব্রিজ এলাকায় গতকাল বুধবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
নিহত শুভ আদর্শ সদর উপজেলার আড়াইওরা গ্রামের জাকির হোসেনের ছেলে।
জানা গেছে, শুভ গতকাল বুধবার সন্ধ্যায় বাড়ির কাছাকাছি গোমতী নদীর বেড়িবাঁধ পালপাড়া ব্রিজ এলাকায় ঘুরতে গিয়েছিলেন। এর মধ্যে সন্ধ্যার পরপর কয়েকজন যুবক তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁর বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। এরপর স্থানীয় লোকজন শুভকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, এ সংবাদের পরই শুভর বাসায় চলছে শোকের মাতম। আর্তনাদ আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার চারপাশ। নিহত শুভর বাবা জাকির হোসেন বলেন, ‘শুভর কোনো অপরাধ থাকলে তাঁরা আমাকে বলতে পারতো। যারাই আমার ছেলেকে মেরেছে, তাদের ফাঁসি চাই আমি।’
সাকিব খান নামের এক স্থানীয় কিশোর বলছে, ‘আমরা গিয়ে দেখি ভিড়ের মধ্যে শুভ শুয়ে আছে। তাঁকে অটোতে করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।’
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চলছে।