ঘুষের টাকাসহ দুদকের ফাঁদে খাদ্য কর্মকর্তা

সরবরাহকৃত চালের বিল পাস করার জন্য এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় আজ বৃহস্পতিবার খুলনা দুদকের হাতে আটক ডুমুরিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন। ছবি : এনটিভি
সরবরাহকৃত চালের বিল পাস করার জন্য এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় খুলনার ডুমুরিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ইলিয়াস হোসেনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয় থেকে নগদ টাকাসহ আটক হন ওই খাদ্য কর্মকর্তা।
দুদক খুলনার সহকারী পরিচালক মো. শাওন মিয়া জানান, চালকল মালিক কামরুজ্জামানের কাছে চাল সরবরাহের জন্য ঘুষ দাবি করেন উপজেলা খাদা কর্মকর্তা ইলিয়াস হোসেন। পরে সমঝোতার ভিত্তিতে আজ এক লাখ টাকা নিয়ে কামরুজ্জামান সকালে উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ইলিয়াস হোসেনকে দেন। ঘটনার সময় উপস্থিত দুদক কর্মকর্তারা নগদ এক লাখ টাকাসহ তাঁকে আটক করে।
আটককৃত খাদ্য কর্মকর্তাকে পরে খুলনা দুদক কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।