চট্টগ্রামে হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রামের সন্দ্বীপে মনিরুল আলম নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ ১১ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হক চৌধুরী এ আদেশ দেন। আদেশের সময় ১১ আসামির মধ্যে নয়জন উপস্থিত ছিলেন। পলাতক দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আইয়ুব খান জানান, ২০১৫ সালের ৩১ জুলাই উপজেলার মগধরা ষোলশহর এলাকায় শাহীন চেয়ারম্যানসহ তার দলবলের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান স্থানীয় ব্যবসায়ী মনিরুল আলম। এ ঘটনায় তার ছোট ভাই সমীর মেম্বার বাদী হয়ে হত্যা মামলা করেন।
আদালতে রায় ঘোষণার সময় মাকসুদুর রহমান শাহীন চেয়ারম্যনসহ নয়জন উপস্থিত ছিলেন। তবে আবদুর রহমান ও আশরাফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।