চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী করে নারীদের তৈরি হতে হবে : তথ্য সচিব
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/03/13/tottho-shochib.jpg)
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, ‘নারীদের চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী সুযোগ্য নাগরিক হিসেবে নিজেদের তৈরি করতে হবে। নারী-পুরুষের যৌথ প্রচেষ্টায় দেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে নারীরা পিছিয়ে পড়েছিল। সরকার এখন এই জায়গা থেকে নারীদের এগিয়ে আনতে চায়। এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ সোমবার (১৩ মার্চ) বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের বোডরুমে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সচিব এসব কথা বলেন।
তথ্য সচিব বলেন, ‘চতুর্থ এই শিল্প বিপ্লবের চ্যালেঞ্জিং সময়ে নিজেদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। স্মার্ট সিটিজেন তৈরি করার দায়িত্ব কেবল সরকারের নয়, যোগ্য নাগরিক তৈরি করার দায়িত্ব দেশের প্রতিটি নাগরিকের।’
হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ‘যিনি চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে খাপ খাওয়াতে পারবেন, তিনি পারিশ্রমিক পাবেন অনেক বেশি। আবার যিনি নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারবেন না, তার পারিশ্রমিক অনেক নিচে চলে আসবে, অর্থ্যাৎ ব্যবধানটা হবে অনেক বেশি।’
বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সংস্থার ব্যবস্থাপনা সম্পাদক আনিসুর রহমান, প্রধান বার্তা সম্পাদক সমীর কান্তি বড়ুয়া ও রুহুল গনি সরকার জ্যোতি, সিটি এডিটর মধু সূদন মন্ডল, বার্তা সম্পাদক নূরে জান্নাত আক্তার সীমা, সিনিয়র রিপোর্টার সেলিনা শিউলী, সিনিয়র সাব এডিটর রোকসানা ইয়াসমিন তিথি।
বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘নারীর ক্ষমতায়নে সরকারের নানামুখী উদ্যোগের ফলে বর্তমান সমাজে নারীরা তাদের যোগ্যতা দিয়ে অনেক দূর এগিয়ে গেছেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দূরদর্শিতা, দক্ষতা ও যোগ্যতায় আজ অন্যতম বিশ্বনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।’