চলন্ত ট্রেনে উঠতে গিয়ে খুবির অবসরপ্রাপ্ত অধ্যাপক নিহত

খুলনা রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে হাত ফসকে মাথায় আঘাত পেয়ে প্রাণ হারিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সদ্য অবসরপ্রাপ্ত অধ্যাপক মিজানুর রহমান (৬৬)। আজ শনিবার ভোর সাড়ে ৬টার দিকে খুলনা রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
অধ্যাপক মিজানুর রহমান খুবির মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন থেকে গত জানুয়ারি মাসে অবসর নিয়েছিলেন। আজ সকালে বেনাপোলগামী কমিউটার ট্রেন স্টেশন থেকে ছেড়ে দিলে তিনি স্টেশনে আসেন। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হাত ফসকে তিনি মাথায় আঘাত পান। পরে রেলওয়ে পুলিশ তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।
অধ্যাপক মিজানুর রহমান প্রতিদিন সকালে প্রাতঃভ্রমণে বের হন। বন্ধুদের সঙ্গে কমিউটার ট্রেনে করে যশোরের ঝিকরগাছায় ফুল বাগান দেখতে যাওয়ার কথা ছিল তাঁর। খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, অধ্যাপক মিজানুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে সকাল সোয়া ৭টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।