চাঁদপুরে অনন্যা পিঠা প্রতিযোগিতা

আনন্দঘন পরিবেশে অর্ধশতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে চাঁদপুরে শুরু হয়েছে ‘অনন্যা পিঠা প্রতিযোগিতা’। লবি রহমান’স কুকিং ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন পৌর মেয়র মো. জিল্লুর রহমান।
মেয়র বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীও চান নারীরা স্বনির্ভর হয়ে এগিয়ে যাবে। কারণ, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীদের মূলধারায় না এনে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। এ ছাড়া নারীদের বাদ রেখে কোনো দেশ এগিয়ে যেতে পারেনি, পারবেও না।’
গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) লবি রহমান’স কুকিং ফাউন্ডেশন জেলা শাখার প্রেসিডেন্ট শারমিন আক্তার জুঁইয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ও প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন প্রতিষ্ঠানটির সিইও লবি রহমান।
বিকেলে প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) চাঁদপুরের সভানেত্রী ও সমাজ সেবী ডা. আফসানা শর্মী।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সোনিয়া আহমেদ, জান্নাতুল মাওয়া, সাহিদা আক্তার, আয়েশা আক্তার কাজল, মুনিরা বাদল, সুরাইয়া আহমেদ এই পুরস্কারলাভ করেন। তারা আগামীতে ঢাকা রাওয়া ক্লাবের পিঠা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।