চিত্রনায়িকা শ্রাবন্তীকে মোবাইলে উত্ত্যক্ত, খুলনায় যুবক গ্রেপ্তার

কলকাতার চিত্রনায়িকা শ্রাবন্তীকে মোবাইল ফোনে উত্ত্যক্তের অভিযোগে খুলনায় মাহবুবুর রহমান (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে আদালতে পাঠানোর পর পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক।
গ্রেপ্তার হওয়া মাহবুবুর রহমান নগরীর পশ্চিম বানিয়া খামার এলাকার বকশিপাড়ার বাসিন্দা। তাঁরা দেশ স্বাধীনতার আগে ভারতে বসবাস করতেন বলে জানা যায়।
মামলার অভিযোগের বরাত দিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ভারতের পশ্চিমবাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তীর মুঠোফোনের নম্বর সংগ্রহ করেন খুলনার যুবক মাহবুবুর রহমান। এরপর তাঁকে ফোন করে বিরক্ত করতেন। অপরিচিত নম্বর হওয়ায় ফোন রিসিভ করতেন না শ্রাবন্তী। এ ছাড়া ফোন না ধরায় নানা আপত্তিকর ম্যাসেজ ও ছবি পাঠাতেন। এতে চিত্রনায়িকা শ্রাবন্তী অতিষ্ট হয়ে ভারতের বাংলাদেশি দূতাবাসে অভিযোগ করেন। দূতাবাস অভিযোগটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।
পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশ পেয়ে সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) খালিদ উদ্দিন বাদী হয়ে গত ১৬ নভেম্বর মাহবুবুর রহমানের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এরপর খুলনা নগরীর পশ্চিম বানিয়া খামার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ দুপুরে পুলিশ আসামি মাহবুবুরকে আদালতে নিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আসামিকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই থানার পরিদর্শক (তদন্ত) রাধে শ্যাম সরকার মামলাটি তদন্ত করছেন।