চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের মরদেহ। ছবি : এনটিভি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জগন্নাথপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত যুবকের নাম- পরিচয় জানাতে পারেনি পুলিশ। তাঁর আনুমানিক বয়স ২৭ বছর।
পুলিশ জানায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের সদস্যরা আলমডাঙ্গার জগন্নাথপুর এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করে। ভোররাতে কোনো এক সময়ে ট্রেনে কাটা পড়ে ওই যুবক মারা যান বলে ধারণা করা হচ্ছে। তাঁর দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন এবং মাথা পিষ্ট হয়ে গেছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নরেশ চন্দ্র জানান, অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।