চুয়াডাঙ্গায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/04/19/cuyyaaddaanggaa-htyaa.jpg)
চুয়াডাঙ্গার দামুড়হুদায় কিতাব আলী নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) দিনগত রাতে উপজেলার কাদিপুর প্রাইমারি স্কুলের কাছে ভুট্টাক্ষেতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত ভ্যানচালক কিতাব আলী নিজের শ্বশুড়বাড়ি কাদিপুরের স্কুলপাড়া এলাকায় বসবাস করতেন।
আজ বুধবার সকাল ৮টায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরহতাল প্রতিবেদন সম্পন্ন করে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ। দামুড়হুদা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় ইউপি সদস্য শাহজামাল বলেন, ‘নিহত কিতাব আলীর বাড়ি জীবননগর উপজেলার নারায়ণপুর গ্রামে। তিনি দিনে ভ্যান চালাতেন এবং রাতে গাঁজা বিক্রি করতেন।’
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘মাদক সংক্রান্ত বিষয় নিয়ে হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত কিতাব আলীর নামে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।’