ছোট ভাই হত্যার পলাতক আসামি বড় ভাইয়ের লাশ উদ্ধার

সাতক্ষীরার তালা উপজেলায় ছোট ভাইকে হত্যার অভিযোগে পলাতক আসামি বড় ভাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের খোড়দো বাটরা গ্রামের পরেশ চৌধুরীর আম-কাঁঠাল বাগানের একটি গাছে লাশটি ঝুলছিল।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল কবির জানান, ঝুলন্ত লাশটি শাজাহান মল্লিকের (৩৬)। তিনি তালা উপজেলার কুমিরা ইউনিয়নের জগদানন্দকাটী গ্রামের আব্দুল মাজেদের ছেলে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, রোববার তালা উপজেলার জগদানন্দকাটী গ্রামের কৃষক মন্তাজ মল্লিক (৩৫) মোটরসাইকেলে করে রাত ৯টার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, মন্তাজের বড় ভাই শাজাহান মল্লিক কয়েকজনকে সঙ্গে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় শাজাহান মল্লিককে প্রধান আসামি করে তিনজনের নামে হত্যা মামলা করা হয়। এ ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। ছোট ভাই হত্যাকাণ্ডের ৩৬ ঘণ্টা পর তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে খায়রুল কবির আরও বলেন, শাজাহান মল্লিকের মৃত্যু রহস্যজনক। এ এলাকায় তাঁর কোনো আত্মীয়স্বজনও নেই। এখানে এসে কেন তিনি রশিতে ঝুলে আত্মহত্যা করলেন—তা নিয়ে তদন্ত চলছে।