জমিজমা নিয়ে চাচা-ভাতিজার বিরোধ, প্রাণ হারালেন দুজনই
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। উপজেলার ডুংরিয়া গ্রামে আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত দুজন হলেন ডুংরিয়া গ্রামের আব্দুল তাহিদ (৬২) ও তাঁর ভাতিজা রিপন মিয়া (৪২)।
পুলিশ জানায়, জমিজমা নিয়ে ডুংরিয়া গ্রামের আব্দুল তাহিদের সঙ্গে তাঁর ভাতিজা রিপন মিয়ার বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে আজ বৃহস্পতিবার সকালে চাচা-ভাতিজার পরিবারের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় আব্দুল তাহিদ ও রিপন মিয়া দুজনই গুরুতর আহত হন। পরে সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চাচা-ভাতিজা দুজনকেই মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) কামরুল জানান, আজ সকালে চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এর মধ্যে দুজন আগেই মারা গিয়েছিলেন। অন্য দুজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদীর আহমদ জানান, দুই পরিবারের স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে নিহতের ঘটনা ঘটেছে।