উখিয়ায় জমি নিয়ে সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩

কক্সবাজারের উখিয়ায় জায়গা-জমির বিরোধ নিয়ে দুপক্ষের সংঘর্ষে জামায়াত নেতাসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
আজ রোববার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার রাজা পালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হাফেজ আব্দুল্লাহ আল মামুন (৩৮), তার চাচাতো ভাই আব্দুল মান্নান (৩৫) ও তার চাচাতো বোন শাহীনা আক্তার (২৮)। হাফেজ আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুতুপালং ইউনিয়ন শাখার আমির।
আহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম মো. হামিদ। আহত অপর ব্যক্তির নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে নাজির হোসেন ও মো. হোসেনের মধ্যে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারা পরস্পর চাচাতো ভাই। বিরোধের জেরে রোববার সকালে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের হাতপাতালে নিলে একজন উখিয়া হাসপাতালে ও দুজন কুতুপালং এমএসএ হাসপাতালে মারা যান।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে হাসপাতালে হাফেজ আব্দুল্লাহ আল মামুনের মরদেহ রয়েছে। বাকি দুজনের মরদেহ কুতুপালং এমএসএফ হাসপাতালে রয়েছে।