জমির জন্য ইফতারির সময় প্রতিবন্ধী ছোট ভাইকে হত্যা

খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের গাজীপুর গ্রামে জমি লিখে না দেওয়ায় প্রতিবন্ধী ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই জামিল (৫৫)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইফতারির সময় তাদের বাড়িতে এ ঘটনা ঘটে।
জেলা পুলিশ সুপার কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ জানান, মৃত ডা. শাহাজাহান আলীর বড় ছেলে জামিল প্রায়ই তার ছোট ভাই প্রতিবন্ধী ইমতাদুল ইসলামকে (২৪) জমিজমা তার নামে লিখে দেওয়ার জন্য চাপ দিত। গতকাল ঠিক ইফতারির সময় কথাকাটাকাটির জের ধরে বড় ভাই রামদা দিয়ে ছোট ভাইকে কুপিয়ে রেখে পালিয়ে যায়। ছোট ভাই ইমতাদুলকে রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কাউকে আটক করা যায়নি।