জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের পিটুনিতে ছোট ভাইয়ের মৃত্যু

নোয়াখালীর সোনাইমুড়ীর আমিশাপাড়া ইউনিয়নের বটগ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে বড় ভাই ও তার লোকজনের পিটুনিতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জানান, বটগ্রামের ২ নম্বর ওয়ার্ডে মো. রুহুল আমিনের ছেলে নিহত মো. হোসেন ও তাঁর বড় ভাই মো. কামাল উদ্দিনসহ অন্যান্য পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিষয় নিয়ে এলাকায় চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের সমম্বয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়েছিল। সর্বশেষ দুদিন আগে আবারো তাঁদের মধ্যে ঝগড়া হলে বড়ভাইসহ আরো কয়েকজন মিলে মো. হোসেনকে পিটিয়ে আহত করে। পরে আহত অবস্থায় গতকাল রাতে স্থানীয় বজরা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ওসি জানান, এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। তবে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁরা ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছে।