হত্যাচেষ্টা মামলায় সোমবার আদালতে তোলা হবে নুসরাত ফারিয়াকে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় করা ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল সোমবার (১৯ মে) আদালতে তোলা হবে। আজ রোববার (১৮ মে) বিকেল ৪টার পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, হত্যাচেষ্টার অভিযোগ এনে চলতি বছরের ২৯ এপ্রিল ভাটারা থানায় এ মামলাটি করেন এনামুল হক নামের এক ব্যক্তি। মামলার এজাহারে আসামি হিসেবে শেখ হাসিনাসহ তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ২৮৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও তিন-চারশ জনকে আসামি করা হয়েছে।
এ মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়া ছাড়াও অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনাসহ ১৭ অভিনয়শিল্পীর নাম রয়েছে। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন দমন করার জন্য মামলার আসামিরা বিপুল অর্থ জোগান দিয়েছেন বলে অভিযোগ করা হয়।
আজ রোববার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটক করে। পরে ভাটারা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।