জামালপুরে পাটক্ষেতের পাশে মিলল চালকের লাশ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় হাফিজুর রহমান (৩২) নামের এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ডোয়াইল ইউনিয়নের রামানন্দপুর পূর্বপাড়া গ্রামের একটি পাটক্ষেতের পাশ থেকে আজ শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
হাফিজুর রহমান টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বাঁশনিয়োগি গ্রামের আবদুস সাত্তার মিয়ার ছেলে।
হাফিজুরের মা হাসনা বেগম জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁর ছেলে হাফিজুর রহমান ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হন। রাত হয়ে গেলেও বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাঁকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে আজ শনিবার সকালে ডোয়াইল ইউনিয়নের রামানন্দপুর পূর্বপাড়া গ্রামের একটি পাটক্ষেতের পাশ থেকে হাফিজুরের মরদেহের সন্ধান পায় পরিবার। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জোয়াহের হোসেন খান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় নিহতের গলায় কাপড় জড়ানো ছিল। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর ইজিবাইকটি ছিনতাই করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।