সাভারে মরা মুরগি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/08/savar_1_0.jpg)
সাভারে মরা মুরগি বিক্রি চক্রের সন্ধান পেয়েছে প্রশাসন। বিপুল সংখ্যক মরা মুরগিসহ আটক করা হয়েছে এক ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারকে। ১ মাসের কারাদণ্ডসহ জরিমানা করা হয়েছে এক লাখ টাকা। জব্দ করা হয়েছে দোকানে থাকা ৭০টি মরা মুরগি।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে সাভার নামা গেন্ডা এলাকায় অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার।
মেসার্স আমির এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা ও দোকানের ম্যানেজার ইয়াসিন হোসেন বাবুকে ১ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/08/savar.jpg)
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার জানান, দীর্ঘদিন ধরে লটে লটে মরা মুরগি বিক্রি করা হচ্ছে- স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় ঘটনার সত্যতা পাওয়া যায় এবং প্রতিষ্ঠানের ম্যানেজার অভিযোগের সত্যতা স্বীকার করেন। ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারা লঙ্ঘন করার মোবাইল কোর্টের মধ্য দিয়ে ওই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানের ম্যানেজার ইয়াসিন হোসেন বাবুকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।