জ্বর-সর্দি নিয়ে হাসপাতালে নেপালি ছাত্র, ছেড়ে দিয়ে একা থাকার পরামর্শ

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেপালি এক শিক্ষার্থী জ্বর ও সর্দিকাশি নিয়ে আসার পর কিছুক্ষণ রেখে নমুনা সংগ্রহের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, তিনি যেন নিজের কামরায় একা থাকেন।
আজ সোমবার খুলনা হাসপাতালের পরিচালক এ টি এম মঞ্জুর মোর্শেদ বলেন, ‘যেহেতু তিনি (নেপালি শিক্ষার্থী) বাইরের দেশ থেকে এসেছেন। জ্বর ও কাশি আছে; সে হিসেবে করোনাভাইরাস সন্দেহে ভর্তি করা হয়েছে। তবে তাঁর স্যাম্পল পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। রিপোর্ট না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আসলেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত কি না। ওই ছাত্রটি তিন দিন আগে নেপাল থেকে জ্বর ও কাশি নিয়ে দিনাজপুর কাকরভিটা বর্ডার দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।’
এ টি এম মঞ্জুর মুর্শেদ দুপুরের পর বলেন, ‘নেপালে যেহেতু করোনাভাইরাস ছড়ায়নি, তাই তাঁকে ছেড়ে দিয়ে নিজ কামরায় একা থাকার পরামর্শ দেওয়া হয়েছে।’
নেপালি ওই ছাত্র আজ বেলা সাড়ে ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁকে করোনা ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়। দুপুর ২টার পর তাঁকে আবার ছেড়ে দেওয়া হয়। ওই নেপালি শিক্ষার্থী খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিকালচার টেকনোলজি ডিসিপ্লিনের প্রথম বর্ষের ছাত্র।