ঝালকাঠিতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঝালকাঠিতে অর্পিতা মণ্ডল (১৩) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে সদর উপজেলার শংকরধবল গ্রামের বাড়ির পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়।
মৃত অর্পিতা ওই গ্রামের কাঠমিস্ত্রি নিতাই মণ্ডলের মেয়ে। সে স্থানীয় শশীতভূষণকাঠি মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত।
পুলিশ ও মৃতের পরিবার জানায়, রাতে মোবাইল ফোনে অনেকক্ষণ কারো সঙ্গে কথা বলছিল অর্পিতা। রাত বেশি হলে পরিবারের সবাই ঘুমিয়ে যায়। সকালে অর্পিতার কক্ষের দরজা খোলা পেয়ে ভেতরে গিয়ে তাকে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি আমড়া গাছের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে পাওয়া যায়। পরিবারের লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে দুপুরে লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।
মৃত ওই স্কুলছাত্রীর বাবা নিতাই মণ্ডল জানান, মেয়ের সঙ্গে পরিবারের কারো কোনো কথা কাটাকাটিও হয়নি। পুলিশকে তাঁর মেয়ের মৃত্যুর সঠিক কারণ তদন্ত করে বের করার অনুরোধ জানান তিনি।
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের জানান, ময়নাতদন্তের পর জানা যাবে মেয়েটির মৃত্যুর প্রকৃত কারণ।