ঝালকাঠিতে সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ

ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে। ছবি : এনটিভি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির রাজাপুর উপজেলায় দুই শতাধিক গরিব রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং তাদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজাপুর সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে এই চিকিৎসাসেবা দেওয়া হয়।
সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের সৌজন্যে শেখ হাসিনা সেনানিবাসের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও বরিশাল সিএমএইচ এই চিকিৎসাসেবার আয়োজন করে।
এ সময় রোগী দেখেন বরিশাল সিএমএইচের চিকিৎসক মেজর তোফায়েল, মেজর কায়সার ও মেজর মাহফুজা। এ সময় দুই শতাধিক রোগীকে ব্যবস্থাপত্রের পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
আজ দুপুরে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন বরিশাল এরিয়ার কর্নেল রবিউল আলম ও বরিশাল সিএমএইচের অধিনায়ক এস এম বেলাল উদ্দিন।