টাঙ্গুয়ার হাওরে পর্যটন উন্নয়নে সুপারিশমালা যৌথ সমীক্ষার ফলাফল বিষয়ে সংবাদ সম্মেলন
হাওর পর্যটন উন্নয়নে দেশের সব হাওরে পর্যটন উন্নয়নের সম্ভাবনা ও সুপারিশমালা সমীক্ষা শেষে বিস্তারিত নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে হাওরে পর্যটন উন্নয়নে সুপারিশমালা নিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ডেপুটি ডিরেক্টর সাইফুল হাসান, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, পর্যটন বিশেষজ্ঞ মাসুদ হোসেন ও হাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাওলানা ইয়াকুব সারাফাতি, পাটার জেনারেল সেক্রেটারি তৌফিক রহমান, পর্যটন বিশেষজ্ঞ ও আটাবের সদস্য জহিরুল কবিব চৌধুরী, বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটর রেজাউল একরাম, প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালন করেন ট্যুরিজম ডেভোলাপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশর পরিচালক ডাল্টন জহির।
এ সময় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, হাওরে হাওরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা, হাওর পর্যটনকে দেশ-বিদেশি পর্যটকদের আকর্ষণ করে তোলা এবং হাওর এলাকার পরিবেশ প্রাকৃতি সৌন্দর্য ও জীবন বৈচিত্র্য বিনষ্ট না করে হাওরে টেকসই পর্যটন উন্নয়ন নিশ্চিত করার জন্যই এ সমীক্ষা।
তবে হাওরের প্রাকৃতিক পরিবেশ ঠিক রেখে পর্যটনের অবগঠনের উন্নতি করার জন্য বক্তারা আহ্বান জানান
পরে বক্তারা হাওরে পর্যটন উন্নয়নে বিভিন্ন সুপারিশমালা উত্থাপন করেন।