টিফিনের টাকা বাঁচিয়ে বঙ্গবন্ধুর আলোকচিত্র প্রদর্শনী

টিফিনের টাকা বাঁচিয়ে এক হাজার ফুটের ব্যানারে বঙ্গবন্ধুর এক হাজার আলোকচিত্র দিয়ে কক্সবাজারের হিমছড়ি সৈকতে শোভাযাত্রা করে রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : এনটিভি
এক হাজার ফুট দৈর্ঘ্যের ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী করা হয়েছে। স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে রামু উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীরা এ ব্যতিক্রমী আয়োজন করে বলে জানা গেছে।
‘মুজিববর্ষ’ উপলক্ষে আজ বুধবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়িতে এ আয়োজন করা হয়।
রামু উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ চিত্র প্রদর্শনীতে স্থান পায় বঙ্গবন্ধুর এক হাজারটি আলোকচিত্র।
অনুষ্ঠানে কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা, প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে আলোকচিত্র সহকারে সৈকতে শোভাযাত্রা করা হয়।