ঠাকুরগাঁওয়ে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

রাণীশংকৈল থানা। ছবি : এনটিভি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ধানখেতের সেচ পাম্পে বৈদ্যুতিক তারে জড়িয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। উপজেলার বলিদ্বারা গ্রামে গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুজন হলেন বলিদ্বারা গ্রামের মনু মিয়ার স্ত্রী আফরোজা বেগম (৫৫) ও তাঁদের ছেলে আবদুল কাদের (৩২)।
জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে আবদুল কাদের আমন খেতে পানি দিতে যান। ওই সময় সেচ ঘরে পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যান তিনি। এর মধ্যে সন্ধ্যা হয়ে গেলেও ছেলে বাড়ি ফিরে না আসায় তাঁর মা আফরোজা বেগম সেচ পাম্পের ঘরে যান। সেখানে পরিস্থিতি দেখে ছেলেকে ধরতে গিয়ে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে রাণীশংকৈল থানা পুলিশের সহযোগিতায় স্থানীয় লোকজন মা ও ছেলের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।