ঢাকা সিটি ভোটে স্কুলের সিসি ক্যামেরা ব্যবহার করবে ইসি

ঢাকার দুই সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত যেসব প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা রয়েছে, তা নির্বাচনের কাজে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার নির্বাচন কমিশনের সিস্টেম ব্যবস্থাপক মো. আশরাফ হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা বাড়াতে ভোটকেন্দ্র হিসেবে যেসব প্রতিষ্ঠানকে নির্ধারণ করা হয়েছে, সেসব প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা মক ভোটিংয়ের দিন, নির্বাচনের আগের দিন ও নির্বাচনের দিন ব্যবহার করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।’
এসব ক্যামেরার সংখ্যাসহ বিস্তারিত তথ্য সংগ্রহ করে এগুলো ব্যবহারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং সার্বিক সমন্বয় ও সহায়তার জন্য ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে কমিশন।
জরুরি ভিত্তিতে এ বিষয়ে ব্যবস্থা নিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তাকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে বলেও আশরাফ হোসেন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান বলেন, ‘যে স্কুলে সুযোগ আছে অর্থাৎ যেসব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা আছে, সেখানে ব্যবহার করা হবে। আমরা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা থাকার সুযোগ কাজে লাগাচ্ছি। আমরা নতুন করে সিসি ক্যামেরা কিনব না। আর সেই সময়ও এখন নেই। আমরা শুধু চেয়েছি, যেসব প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা আছে সেগুলো ব্যবহার করতে, যাতে ওই কেন্দ্রগুলো কিছুটা হলেও বাড়তি নিরাপত্তা পায়।’