তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ : খাগড়ছড়িতে ব্যান্ড শিল্পীদের মানববন্ধন

খাগড়াছড়ির বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণসহ দেশব্যাপী নারী নির্যাতন বন্ধ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলার ব্যান্ড শিল্পীরা।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে জেলার মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন ও গ্রিন সিগন্যাল ব্যান্ড কমিউনিটি।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সভাপতি দগ্য মারমা, উপদেষ্টা শাহীন, সহসভাপতি রাসেল ও সদস্য নুর হোসেন।
এদিকে, ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চিহ্নিত নয় অপরাধীদের মধ্যে দুই আসামি এখনো গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তার সাত আসামির ছয়জন দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। প্রধান আসামি আল আমিনের রিমান্ড শুনানির জন্য আগামীকাল বুধবার কোর্টে তোলার কথা রয়েছে।
বুদ্ধি প্রতিবন্ধী নির্যাতিত ও ট্রামাক্রান্ত ওই তরুণীর শারীরিক মানসিক উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ির জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ভিকটিমের মায়ের হাতে ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেন। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।