গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। আজ শনিবার (১৭ মে) সকালের দিকে হোসেন মার্কেট এলাকার লেদু মোল্লা রোডে অবস্থিত বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার সামনে এক মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করেন তারা।
এরপর সকাল সাড়ে নয়টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এর ফলে ব্যস্ততম এই মহাসড়কের উভয় দিকে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ।

খবর পেয়ে শিল্প পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও যৌথ বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন। এরপর শিল্প পুলিশের পক্ষ থেকে মালিকপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা শান্ত হন। প্রায় পৌনে এক ঘণ্টা অবরোধের পর সকাল সোয়া দশটার দিকে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) একেএম জহিরুল ইসলাম জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।