দাবি পূরণ না হওয়ায় ফের আমরণ অনশনে পাটকল শ্রমিকরা

মজুরি কমিশন কার্যকরসহ ১১ দফা দাবি আদায়ে আজ রোববার থেকে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ ও নন-সিবিএ সংগ্রাম পরিষদ ফের আমরণ অনশন শুরু করেছে। দুপুরে নগরীর খালিশপুর এলাকার পাটকলের শ্রমিকরা দলবদ্ধ হয়ে স্ব স্ব মিল গেটে অবস্থান নেন।
পরে দুপুর ২টা থেকে মিলগেটের সামনে বিএডিসি রোডে প্যান্ডেলের ভিতর আমরণ অনশন শুরু করেন শ্রমিকরা। এর আগে লাগাতার কর্মসূচি শেষে গত ১০ ডিসেম্বর থেকে শ্রমিকরা অমরণ অনশন কর্মসূচি শুরু করেছিলেন। সেই সময়ের অনশনে অসুস্থ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়। পরে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের অনুরোধে গত ১৪ ডিসেম্বর কর্মসূচি স্থগিত করা হয়।
গত ১৫ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত শ্রমিক নেতারা ঢাকায় বিজেএমসি, পাট মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সঙ্গে দফায় দফায় আলাপ-আলোচনা করে ব্যর্থ হয়ে ২৭ ডিসেম্বর খুলনায় ফিরে আসেন।
এরপর আজ থেকে আবার অমরণ অনশন কর্মসূচি শুরু করেন। এতে অংশ নিতে পাটকল শ্রমিকরা বিছানাপত্র নিয়ে বিএডিসি সড়কে এসেছেন। এ কারণে বিএডিসি রোডের কিছু অংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
এদিকে এই অনশনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সকাল থেকে শ্রমিকনেতারা সমাবেশ করেছেন। সমাবেশে বক্তব্য দেন আহ্বায়ক সরদার আব্দুল হামিদ, শ্রমিকনেতা সোহরাব হোসেন, শরমিন শাহানা, হুমায়ুন কবীর প্রমুখ।