দিনাজপুরে বাকপ্রতিবন্ধী শিশুদের মধ্যে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ

দিনাজপুরে মহামারি করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে বধির ইনস্টিটিউটের বাকপ্রতিবন্ধী শিশুদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার সকালে শহরের রাজবাড়ী রোডে দিনাজপুর বধির ইনস্টিটিউটে ৫০ জন গরিব, অসহায় ও বাকপ্রতিবন্ধী শিশুর মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন ৬৬ ডিভিশনের ফোর হর্স ইউনিটের পক্ষ থেকে লেফটেনেন্ট আসিফ। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল ও আটা।
এ সময় লেফটেন্যান্ট আসিফ বলেন, ‘আমাদের যে কোভিডশিল অপারেশন চলছে যেখানে আমরা সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকি। খবর পাই বধির ইনস্টিটিউটে গরিব বধির শিশু রয়েছে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকেই তাদের পাশে থাকার চেষ্টা করেছি। এই মহামারিতে তারা যেন এই খাদ্যসামগ্রী পেয়ে যদি একট আনন্দ বোধ করে।
৬৬ পদাতিক ডিভিশনের ফোর হর্স ইউনিটের পক্ষ থেকে করোনাভাইরাসের শুরু থেকে অসহায়,দুস্থ ও কর্মহীন হয়ে পড়া মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী সহায়তা দেওয়া হচ্ছে।