শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১০ শিক্ষার্থী, ৭ জন ঢামেকে ভর্তি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ১০ জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার (১৯ মে) দুপুরে সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অসুস্থ শিক্ষার্থীরা হলো—লিজা আক্তার, আনিসা আক্তার, রাজিয়া আক্তার, হাদিয়া আক্তার, হাফসা আক্তার, এলিন আক্তার ও তানিসা আক্তার। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে মেহেরুন নেছা নামের আরেক শিক্ষার্থীকে বাড়িতে পাঠানো হয়েছে। অসুস্থ অন্য দুজনের নাম জানা যায়নি।
বিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা জানান, ক্লাসের সময় প্রথমে একজন শ্বাসকষ্ট অনুভব করে। পরপরই একে একে আরও ৯ জন শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সাতজনকে ঢামেক হাসপাতালে পাঠান।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তাহমিনা আক্তার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিক্ষার্থীরা শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিস্তারিত পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।’