দেশে করোনায় আক্রান্ত আরো তিনজন, একজন আশঙ্কাজনক

আরো তিন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এ নিয়ে এই ভাইরাসে মোট ২০ বাংলাদেশি আক্রান্ত হলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা আজ শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে বলেন, ‘দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নারী ও দুজন পুরুষ রয়েছেন।’
‘আক্রান্ত ওই নারীর বয়স ৩০ বছর। তিনি ইতালিফেরত একজনের সংস্পর্শে এসেছিলেন। আক্রান্ত পুরুষদের মধ্যে একজনের বয়স ৭০ বছর, আরেকজনের বয়স ৩০। ৭০ বছরের বৃদ্ধ বিদেশফেরত একজনের সংস্পর্শে এসেছিলেন। আর ৩০ বছরের যে যুবক আক্রান্ত হয়েছেন, তাঁর সাম্প্রতিক সময়ে ইউরোপ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে। এই তিনকে নিয়ে আক্রান্তের সংখ্যা মোট ২০ জনে দাঁড়িয়েছে।’
আক্রান্তদের মধ্যে বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে নাসিমা সুলতানা বলেন, ‘তিনি এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন।’
এর আগে গত বুধবার আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ছিল ৭০ বছরের ওপরে এবং তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ আরো বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।’
তিনি বিদেশ থেকে আসা ভাইরাসে আক্রান্ত একজনের সংস্পর্শে এসেছিলেন বলে জানান ডা. ফ্লোরা।
‘ইভিএমে ভোট অবশ্যই ঝুঁকিপূর্ণ’
আগামীকাল জাতীয় সংসদের ঢাকা-১০, বাগেরহাট-৪ এবং গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচন হবে। এর মধ্যে ঢাকা-১০ আসনে উপনির্বাচন হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বাকি দুটো আসনে ব্যালট বাক্সেই ভোট হবে।
বিভিন্ন পক্ষ থেকে এই ভোট স্থগিতের দাবি জানানো হলেও নির্বাচন কমিশন নির্দিষ্ট সময়ে ভোট করার ব্যাপারে নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়েছে।
আজকের সংবাদ সম্মেলনে এই ব্যাপারে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘ভোটে যদি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সিস্টেম ব্যবহার করা হয় তাহলে এটা অবশ্যই একটি ঝুঁকি। একই স্থানে যদি অনেক ব্যক্তি টাচ করেন তাহলে তো ঝুঁকি আছে।’
এদিকে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৪৮ জনে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের দুই লাখ ৪৫ হাজার ৬৩০ জন। এদের মধ্যে বর্তমানে এক লাখ ৪৭ হাজার ১৪৫ জন চিকিৎসাধীন এবং সাত হাজার ৩৭৮ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এ ছাড়া করোনাভাইরাস আক্রান্ত ৯৮ হাজার ৪৮৫ জনের মধ্যে ৮৮ হাজার ৪৩৭ জন (৯০ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১০ শতাংশ রোগী মারা গেছেন।