দেশে ফিরল হাফেজ তাকরিম, বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/09/23/takrim.jpg)
সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করা হাফেজ সালেহ আহমাদ তাকরিম দেশে ফিরেছে। বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইটটি।
টাঙ্গাইলের নাগরপুরের এই কৃতি সন্তানকে বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ বিমানবন্দর গেটে শুভেচ্ছা জানান। পরে তাকে একটি ছাদখোলা গাড়িতে করে নেওয়া হয়। এ সময় উৎসুক জনতা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। শিগগিরই বড় পরিসরে তাকে সংবর্ধনা দেওয়ার কথা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
এর আগে গত মার্চে ইরানে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছিল ১৩ বছর বয়সি সালেহ আহমাদ তাকরিম।
মক্কার পবিত্র মসজিদুল হারামে গত বুধবার রাতে ঘোষণা করা হয় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের নাম। যেখানে ১১১টি দেশের দেড় শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশের সালেহ আহমাদ তাকরিম। সেখানে তার হাতে তুলে দেয়া হয় এক লাখ রিয়াল মূল্যমানের পুরস্কার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় অন্তত সাড়ে ২৭ লাখ টাকা।