দেশে শক্ত খুঁটি না থাকায় বিএনপি বিদেশিদের কাছে দৌঁড়াচ্ছে : প্রধানমন্ত্রী
বিএনপি প্রতিদিন বিভিন্ন দেশে দূতাবাসে যাচ্ছে মন্তব্য করে এক প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলা হয়—দেশে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, না-কি দূতাবাসের মাধ্যমে? প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এটা বিএনপিকে জিজ্ঞাসাবাদ করলেই ভাল হয়। তাহলে জানা যেত নির্বাচনটা কে করে দিয়ে যাবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ভুলে গেছে তাদের অতীতের কথা। তাদের সৃষ্টি সেনা অভ্যুত্থানের মাধ্যমে। তারপর নির্বাচনের নামে যে প্রহসন, সেটাও তাদের সৃষ্টি। বরং, আমরা নির্বাচনটা জনগণের কাছে নিয়ে গেছি। ভোটার তালিকা তৈরি হচ্ছে। স্বচ্ছ ব্যালট বক্স তৈরি হচ্ছে। আওয়ামী লীগই স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা করেছে।’
‘দেশের মাটিতে যদি তাদের খুঁটিতে যদি শক্তি থাকত, তাহলে বিদেশে ধরণা দেওয়ার প্রয়োজন হতো না’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জনসমর্থন থাকলে জনগণের প্রতি আস্থা থাকলে জনগণের কাছে যেত, বিদেশিদের কাছে দৌঁড়াত না। এটা হলো বাস্তবতা। কিন্তু, সেই শক্তি নেই বলে তারা বিভিন্ন জায়গায় দৌঁড়াচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘কোন মুখে জনগণের কাছে ভোট চাইতে যাবে? আগুন দিয়ে মানুষ পুড়িয়ে, বোমা মেরে, গ্রেনেড মেরে মানুষের কাছে যাবে কীভাবে। আপনারা আন্দোলন করেন,সংগ্রাম করেন, আমরা তো তাদের বাধা দিচ্ছি না। যত আন্দোলন করে ততই ভাল। কিন্তু, করে না তো, কী করব।’