ধামরাইয়ে ৪ দিন আটকে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/03/25/dhamrai-rape.jpg)
ঢাকার ধামরাই উপজেলায় এক কিশোরীকে অপহরণ করে চার দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কিশোরীর পরিবার শিপন আহমেদ (২১) নামের এক যুবককে আসামি করে ধামরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ওই কিশোরী স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে। অন্যদিকে, অভিযুক্ত শিপন ধামরাই-এর সুতিপাড়া ইউনিয়নের মাকরখোলা গ্রামের বাসিন্দা।
পরিবারের সদস্যেরা অভিযোগ করেন, গত সোমবার শিপন আহমেদ ওই কিশোরীকে অপহরণ করে সানোড়া ইউনিয়নের কালামপুর এলাকায় দেলোয়ার নামের এক ব্যক্তির বাড়িতে আটকে রাখে। সেখানে ওই কিশোরীকে ইয়াবা সেবন করিয়ে চার দিন ধরে ধর্ষণ করেন শিপন। পরে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে গতকাল বৃহস্পতিবার বিকেলে কৌশলে স্থানীয়দের সহায়তায় বাড়িতে ফিরে মা-বাবাকে ধর্ষণের বিষয়টি জানায়।
পরে গতকাল রাতেই ওই কিশোরীর পরিবার শিপন আহমেদকে প্রধান আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত শিপন পলাতক রয়েছেন।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, অভিযুক্ত যুবককে আটকের চেষ্টা চলছে।