নব্য জেএমবির সদস্য সন্দেহে ২ খুবি শিক্ষার্থী আটক

সন্দেহভাজন নব্য জেএমবির দুই সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে খুলনার গল্লামারী খোরশেদনগরের একটি চারতলা বাড়ি থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে আটক করা হয়।
খুলনা মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি পুলিশের একটি টিম খুলনার গল্লামারী খোরশেদনগর হাসনাহেনা নামে চারতলা ভবনের নিচতলা থেকে তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম পাওয়া যায়।
পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে স্বীকার করেছেন। যাচাই-বাছাই করে মিডিয়া ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্যাদি পরবর্তী সময়ে জানানো হবে।