নাজমুল হুদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৬ এপ্রিল
সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মামলা করার অভিযোগে সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ দিন ধার্য করেন। এদিন আদালতে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু আদালতে নাজমুল হুদার পক্ষে তাঁর আইনজীবী সময়ের আবেদন করেন। শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে দিন ধার্য করেন।
নথি থেকে জানা গেছে, গত বছরের অক্টোবরে মামলার তদন্ত কর্মকর্তা দুদক পরিচালক বেনজীর আহম্মেদ নাজমুল হুদার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এর আগে ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারী ঢাকা বিভাগীয় কার্যালয়-১-এ নাজমুল হুদার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলা করেন নাজমুল হুদা। মামলায় তিনি উল্লেখ করেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিজের বিরুদ্ধে নিষ্পত্তি হওয়া একটি মামলার রায় বদলে দেন ও উৎকোচ চান। পরে তদন্তে নাজমুল হুদার এমন অভিযোগের কোনো প্রমাণ পায়নি দুদক। এ ঘটনায় ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি নাজমুল হুদার বিরুদ্ধে আরেকটি মামলা করেন দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। সেই মামলায় তদন্ত শেষে বিচারক এ অভিযোগপত্র দাখিল করেছেন।