সাংবাদিক নাজমুলের জামিন, মুক্তিতে বাধা নেই
প্যান্ট চুরির মামলায় একুশে টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা জামিন পেয়েছেন। এর ফলে তাঁর মুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
আজ ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান শুনানি শেষে নাজমুলের জামিন মঞ্জুর করেন।
নাজমুলের আইনজীবী তুহিন হাওলাদার এনটিভি অনলাইনকে জানান, নাজমুলকে সর্বশেষ প্যান্ট চুরির মামলায় আদালত জামিন দিয়েছেন। এ নিয়ে তাঁর বিরুদ্ধে করা ছয়টি মামলায় আদালত জামিন দিয়েছেন। সর্বশেষ মামলায় জামিন পাওয়ায় তাঁর মুক্তিতে কোনো বাধা রইল না।
গত বছরের ২৩ ডিসেম্বর রাতে আশুলিয়ার বাইপাইল থেকে নাজমুলকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলা করে আশুলিয়ার থানা পুলিশ। সে মামলায় নাজমুলকে রিমান্ডে নেয় পুলিশ। পরে বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম তাঁর জামিন মঞ্জুর করেন। এর পরে আরো পাঁচটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখায় পুলিশ। তার মধ্যে প্যান্ট চুরির অভিযোগ ছিল। সে মামলায় আজ তিনি জামিন পেয়েছেন।