নারায়ণগঞ্জে লেকের পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/06/03/water.jpg)
নারায়ণগঞ্জের জল্লাপাড়া এলাকায় সিটি করপোরেশনের লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী।
নিহতরা হলো দেওভোগ মাদ্রাসার ছাত্র ইমতিয়াজ ও মিহাদ হোসেন। তারা যথাক্রমে ওই এলাকার ইকবাল ও জাকির মিয়ার ছেলে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, দুপুরে কিশোরদ্বয় লেকে গোসল করতে নেমে নিখোঁজ হয়। ঘণ্টাখানেক পর মিহাদের লাশ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে। এসময় নিখোঁজ থাকে ইমতিয়াজ। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।