নারীকে বিবস্ত্র করে নির্যাতন : ৩ আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে পিবিআই

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নারীকে নির্যাতনের ঘটনায় তিন আসামি বাদল, কালাম ও সাজুকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একদল পুলিশ।
মামলার দায়িত্ব পেয়ে আজ শনিবার সকালে আসামিদের নিয়ে এলাকার লোকজনের সঙ্গে কথা বলেছে পিবিআই। নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন এ খবর জানিয়েছেন।
এদিকে, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া রাসেল ও সোহাগকে ১৬৪ ধারায় জবানবন্দি শেষে জেলহাজতে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট চার আসামি তাঁদের জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন এসপি মো. আলমগীর।
গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক গৃহবধূর বসতঘরে ঢুকে তাঁর স্বামীকে পাশের কক্ষে বেঁধে রাখেন দেলোয়ার বাহিনীর বাদলসহ অন্যরা। এরপর তাঁরা গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় গৃহবধূ বাধা দিলে তাঁরা গৃহবধূকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করে মোবাইলে ফোনে ভিডিওচিত্র ধারণ করেন। পরে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে গত রোববার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ থানায় মামলা করেছেন। সেখানে নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো সাত-আটজনকে আসামি করা হয়। তাঁদের সবার বাড়ি বেগমগঞ্জে। তাঁরা একলাশপুরের দেলোয়ার বাহিনীর সদস্য।