নারী নির্যাতনের মামলায় কাউন্সিলর খোরশেদ কারাগারে
নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদসহ দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মশিউর রহমান এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নাজমুল হক শ্যামলের আদালত এ আদেশ দেন।
এদিন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে পৃথক দুটি পৃথক মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। অপরজন হলেন- নারায়ণগঞ্জ ২৩ নং ওয়ার্ডের আবুল কাউসার আশা। কাউন্সিলর খোরশেদ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও কাউন্সিলর আশা মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি।
এ বিষয়ে আদালতের পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুজন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে, বিচারক জামিনের আবেদন নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।