নাশকতার মামলায় ময়মনসিংহে হেফাজতকর্মী গ্রেপ্তার

ময়মনসিংহে নাশকতার মামলায় হেফাজতের খালিদ মাহমুদ সারওয়ার হোসেন (৩০) নামের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ সোমবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সারওয়ার হোসেন মুক্তাগাছা উপজেলার গরাইকাটি গ্রামের মাওলানা নজরুল ইসলামের ছেলে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ এ খবর নিশ্চিত করেছেন।
ওসি শাহ কামাল জানান, গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালে শহরের চরপাড়া মোড়ে নাশকতার অভিযোগে করা মামলার আসামি সারওয়ার। তিনি শহরের ঢোলাদিয়া এলাকায় অবস্থিত তালতলা জামিয়া আরাবিয়া মাখজানুল উলুম মাদ্রাসার মেশকাত জামায়াতের ছাত্র।
সেদিনের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম বাদী হয়ে দুই শতাধিক হেফাজত নেতাকর্মীর নামে একটি মামলা করেন। ময়মনসিংহে হেফাজতের কোনো কমিটি না থাকায় সংগঠনটির নেওয়া সব কর্মসূচি পালন করে ইত্তেফাকুল ওলামা ময়মনসিংহ।