নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় বিএনপির মানববন্ধন

এলপি গ্যাস, চাল, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার প্রতিবাদে খুলনায় মানববন্ধন করেছেন মহানগর ও জেলা বিএনপি।
সোমবার দুপুরে কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে এ মানববন্ধন পালিত হয় ।
এতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, বিএনপি নেতা শাহারুজ্জামান মর্তুজা, অধ্যক্ষ তারিকুল ইসলামসহ বিএনপির জেলা ও মহানগর নেতাকর্মীরা।
মানববন্ধনে বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে জনজীবনে নাভীশ্বাস সৃষ্টি হয়েছে। সবকিছু মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মানুষ কেনাকাটা কমিয়ে দিয়েছেন। কমিয়ে দিয়েছেন খাওয়া-দাওয়া। জনবিরোধী সরকার জনগণের কাছে দায়বদ্ধতা না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মুনাফালোভী বেসরকারি কোম্পানিগুলো কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই ১২ কেজির ছোট সিলিন্ডারে প্রায় দেড়শ এবং বড় সিলিন্ডারে প্রায় ছয়শ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে। এরসঙ্গে পেঁয়াজ কারসাজিতে জড়িত সিন্ডিকেট সরকারের নির্লিপ্ততার সুযোগে আবারও নিত্য প্রয়োজনীয় এই পণ্যটি নিয়ে কারসাজিতে মেতে উঠেছে। প্রায় তিনশ টাকায় পৌঁছে যাওয়া পেঁয়াজ দাম কমে ১০০ টাকায় আসার পর গত দুই দিন বাজারে ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এই একটি পণ্যখাতে বাজার থেকে লুটে নেওয়া হাজার কোটি টাকা সিন্ডিকেটের কাছ থেকে উদ্ধার করা ও তাদের শাস্তির সম্মুখিন করা দূরে থাক, সেই সিন্ডিকেটই আবার বৃষ্টির দোহাই দিয়ে পেঁয়াজের ভরা মৌসুমেই দাম বাড়ানোর খেলায় মেতে উঠছে। একইসঙ্গে বাড়ছে চালের দাম। এর সঙ্গে সরকার সমর্থক অসাধু ব্যবসায়ী চক্রই জড়িত রয়েছে।’