নীলফামারীতে মাদকসেবীর তিন মাস কারাদণ্ড
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/02/23/nilphamari-drug-addict-pic.jpg)
নীলফামারীতে আবু বক্কর সিদ্দিক (ডানে) নামে এই মাদকসেবীকে তিন মাস কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি
নীলফামারীতে এক মাদকসেবীর তিন মাস কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকেলে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পূর্ব সুটিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।
এর আগে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও র্যাবের সমন্বয়ে টাস্কফোর্সের অভিযানে আবু বক্কর সিদ্দিক (২৫) নামে ওই যুবকের কাছে ১৭ পুরিয়া হেরোইন পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পূর্ব সুটিপাড়ায়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহিম জানান, দণ্ডাদেশপ্রাপ্ত আবু বক্কর সিদ্দিককে জেলা কারাগারে পাঠানো হয়েছে।