নেত্রকোনায় হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নেত্রকোনার আটপাড়া উপজেলার বুরবুড়িয়া এলাকায় আজ মঙ্গলবার পড়েছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ। ছবি : এনটিভি
নেত্রকোনায় আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৭ মার্চ) আটপাড়া উপজেলার বুরবুড়িয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, আজ সকালে উপজেলার বুরবুড়িয়া গ্রামে আটপাড়া-বারহাট্টা সড়কের পাশে গলায় গামছা পেঁচানো, হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন তারা।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।’
ওসি বলেন, ‘মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ সড়কের পাশে ফেলে গেছে। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’