নোয়াখালীতে ছুরিকাঘাতে রিকশাচালককে হত্যা

নোয়াখালীর চাটখিল উপজেলায় এক রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভিপি মিজান রোডে এ ঘটনা ঘটে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গতকাল রাতে দুর্বৃত্তরা ওই রিকশাচালককে ছুরিকাঘাত করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।’
ওসি আনোয়ারুল আরো বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় এখানো কাউকে আটক করতে পারেনি পুলিশ।’