নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১, অস্ত্র ও গুলি উদ্ধার

নোয়াখালীর চাটখিলের ধর্মপুরের হাটপুকুরিয়া এলাকায় গতকাল রোববার গভীর রাতে গুলিতে কসাই মুনির (৪০) নামের একজন নিহত হয়েছেন। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
পুলিশ আরো জানায়, নিহত মুনিরের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, মাদক, ডাকাতি ও বিস্ফোরক আইনসহ ১৬টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আজ সোমবার সকালে তাঁর লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গতকাল সকালে তাঁকে চাটখিল থেকে গ্রেপ্তার করে পুলিশ।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, এলাকার চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী মনিরকে রোববার গ্রেপ্তার করা হয়। রাতে তাঁর দেওয়া তথ্যমতে অস্ত্র ও মাদক উদ্ধারের জন্য তাঁকে সঙ্গে নিয়ে হাটপুকুরিয়া এলাকার গণি মিয়ার দরজা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাঁর সহযোগীরা পুলিশের কাছ থেকে কসাই মনিরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মনির ঘটনাস্থলে নিহত ও তিন পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে একটি দেশি এলজি, চারটি গুলি, ছুরি ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি জানান, নিহত মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিভিন্ন ঘটনায় ১৬টি মামলা রয়েছে।