নড়াইলে ভাতিজার বল্লমের আঘাতে চাচা খুন

নড়াইলের কালিয়া উপজেলায় বসতভিটা নিয়ে বিরোধের জেরে ভাতিজার বল্লমের আঘাতে চাচা আবদুল জলিল মুন্সি (৫২) নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে নড়াগাতী থানা সংলগ্ন উত্তর ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জলিল মুন্সি ওই গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বসতভিটা নিয়ে আবদুল জলিল মুন্সির সঙ্গে তাঁর ভাতিজা আয়নালের বিরোধ চলছিল। এরই জেরে গতকাল রাত ৯টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে আয়নাল বল্লম দিয়ে চাচা জলিলের পেটে আঘাত করে পালিয়ে যান।
গুরুতর আহত জলিলকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রিপন চন্দ্র সরকার বলেন, ‘চাচা ও ভাতিজার মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যার আলামত সংগ্রহ করা হয়েছে এবং আয়নালকে ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।’