নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/03/31/narail-sohrab-biswas-picture-02.jpg)
দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
উপসচিব মোহাম্মদ তানভীর আজম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন-২০০০ মোতাবেক সোহরাব হোসেন বিশ্বাসকে তাঁর পদ থেকে অপসারণ করা হলো। আইনের দশম ধারার একটি উপধারা উল্লেখ করে বলা হয়, জেলা পরিষদ চেয়ারম্যান বা সদস্য যদি দুর্নীতি বা অসদাচারণ বা নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে আদালত দণ্ড দেন, তাহলে তাঁকে পদ থেকে অপসারণ করা যাবে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘যথাযথ কর্তৃপক্ষে অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।’
সোহরাব হোসেন বিশ্বাসকে অপসারণের জন্য জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন প্রতিরোধ আইনের মামলায় সোহরাব হোসেন বিশ্বাসকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি অ্যাডভোকেট সোহবাব হোসেনের বিরুদ্ধে এ রায় দেন আদালত। পরে গতকাল প্রজ্ঞাপন জারি করল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
এ বিষয়ে জানতে অ্যাডভোকেট সোহবাব হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান সোহরাব হোসেন বিশ্বাসকে জেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে অপসারণের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৭ ফেব্রুয়ারি দুনীর্তির মামলায় নড়াইল পৌর সভার সাবেক মেয়র বর্তমান ও অব্যাহতি পাওয়া জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসসহ ১১ জনকে অর্থ ও কারাদণ্ড দেন আদালত।