নড়াইলে ফুটবল খেলা কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

নড়াইলের কালিয়া উপজেলায় ফুটবল খেলা কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জিল্লুর রহমান সরদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন জিতু মোল্যা (২০) নামে এক শিক্ষার্থী।
গতকাল শুক্রবার (১১ জুলাই) বিকেলে কালিয়া পৌরসভার একলাছ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জিল্লুর রহমান সরদার উপজেলার কুলশুর গ্রামের বাসিন্দা। আহত জিতু মোল্যা পাঁচ কাউনিয়া গ্রামের আনোয়ার মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় মাঠটির অবস্থান কুলশুর গ্রামে হলেও এর দখল নিয়ে বাবুপুর গ্রামের শেখ বংশ ও পাঁচ কাউনিয়া গ্রামের মোল্যা বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিকেলে মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বাবুপুর গ্রামের লোকজন পাঁচ কাউনিয়া গ্রামের শিক্ষার্থী জিতু মোল্যাকে মারধর করে আহত করে।
এর কিছুক্ষণ পর বাবুপুর গ্রামের একটি দল কুলশুর গ্রামে হামলা চালায় এবং কালিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান সরদারের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় তার চাচাতো ভাই জিল্লুর রহমান সরদার হামলাকারীদের প্রতিহত করতে গেলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
স্থানীয়দের ভাষ্যমতে, বাবুপুরের শেখ বংশ ও কুলশুরের সরদার বংশের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলে আসছে। চলতি বছরের মে মাসেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল।
নিহতের পরিবারের দাবি, পূর্ব বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।